প্রতিষ্ঠানের ইতিহাস
দ্বীপনগর উচ্চ বিদ্যালয় বাগমারা উপজেলার ০৭ নং বাসুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে গাছ-গাছালি দ্বারা বেষ্ঠিত গ্রামীন পরিবেশে দ্বীনগর গ্রামে ১৯৮৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বর্তমান সহ প্রধান শিক্ষক জনাব আঃ সামাদ শাহ্। এলাকার বেকার শিক্ষিত যুবক স্বেচ্ছায় বিদ্যালয়ে শিক্ষক হিসাবে ও গুটি কয়েক শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয় ।গ্রামের সূধি ও এলাকা বাসীর সহযোগিতায় বর্তমান প্রধান শিক্ষক হীরেন্দ্রনাথ সরকার মহাশয় যোগদান করেন ২৮/০১/১৯৯০ ইং সালে বিদ্যালয়ের প্রধান হিসাবে। তার যোগদানে পর হইতে বিদ্যালয়ের ভবন নির্মাণ ও ক্রয়ের কাজ শুরু হয়। মোট জমি ক্রয় করা হয় ১.০৮ শতকরা। সে সময় বিদ্যালয়ের মুঞ্জরী কাজ স্থগিত রাখা হয়। ইতি মধ্যে ১৯৯১ সালে বৈশাখী ঝড়ে বিদ্যালয় ভবনটি পড়ে যায়। ১৯৯২ সালে আবারও পড়ে যায়। ১৯৯৫ ইং সালে বন্যায় দীর্ঘ দিন পানি বন্দি অবস্থায় থাকে। ১৯৯৮ ইং সালে আরও তিন মাস পানি বন্দি অবস্থায় থাকে । ১৯৯৪ ই সালে সরকার মুঞ্জরীর অডার দিলে একই সাথে ৮ম, ৯ম, ১০ম শ্রেণী মুঞ্জরী পাওয়া যায়। একই সাথে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক, কৃষি, কম্পিউটার, বিভাগ খোলা হয়। বিদ্যালয়ে প্রতি বৎসর ৮ম শ্রেণিতে A+ এবং এস.এস.সি তে A+ সহ শত ভাগ পাশ করানোর সুনাম অর্জন করেছে। বর্তমানে বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক মন্ডলী ও বলিষ্ঠ পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হইয়া আসিতেছে। বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক,২ জন ৩য় শ্রেণি, ৩ জন ৪র্থ শ্রেণির করমচারী এবং বর্তমানে ৪৪৫ জন শিক্ষার্থী আছে।